Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

সন্তোষপুর ইউনিয়নের ৯৫% মানুষ মুসলমান । এখানকার সবাই বাংলা ভাষায় কথা বলে । এখানকার সংস্কৃতির মধ্যে  ইসলামিক সরাজি গান, বাউল গান, ভাওয়াইয়া গান ইত্যাদির মধ্যে মানুষ সময় কাটায় ।

এ ইউনিয়নের লোক জন স্বভাবগত ভাবে শান্ত ও ন্ম্র । পোষাক মেয়রা শাড়ী ব্লাউজ ও সেলয়ার কামিজ পরে আর পুরুষেরা লুঙ্গি, পায়জামা পাঞ্জাবি ,সার্ট ও কোট প্যান্ট টাই পরে। এ ছাড়া অতিথি আপ্যায়ন, খাদ্যাভ্যাস, নবান্ন, পুষনা, দক্ষিনা, লোক শিল্প ভাড় খাওয়া, স্বাদ খাওয়া, আকিকা, বহু বিবাহ, নব্বর্ষের আচার ইত্যাদি এসব আচার অনুষ্ঠানই এ ইউনিয়নের অতি পরিচিত প্রথা ।

সাংস্কৃতিক প্রথাঃ

এ ইউনিয়নের মানুষ স্থানিয় বা বহিরা গত লোদের কে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নাম রাখতে সিদ্ধহস্ত । যেমন জলিল নামের লোকদের বিশেষভাবে চিহ্নিতকরনের ক্ষেত্রে চৈতা জলিল, চিকা জলিল, টসা জলিল, কালা জলিল, পাতি জলিল ইত্যাদি ।যদিও এখন অনেকটা কমে গেছে । আবার ভাষার প্রধান বৈশিষ্ট হল- এখন কার ভাষার সংগে রংপুরের ভাষার যথেষ্ট মিল থাকলেও কিছু ক্ষেত্রে অমিল পাওয়া যায় । যেমন যাই এর স্থানে যাং খাই এর স্থানে খাং ।  “অ” এর স্থলে “র” যেমন- অযু এর স্থলে “রুজু”। এ অঞ্চলের মানুষের অন্যতম সুস্থ বিনোদনের মাধ্যম । বর্তমানে পালা গানের আসর তেমন একটা বসেনা ।